জিবিনিউজ 24 ডেস্ক //
ট্রেলার প্রকাশ্যে আসার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক। এবার আইনি বিপাকে প্রকাশ ঝা পরিচালিত-প্রযোজিত ওয়েব সিরিজ ‘আশ্রম চ্যাপ্টার-২’। সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সিরিজের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল কর্ণি সেনা। পাঠানো হলো আইনি নোটিশ।
চলতি বছরের আগস্ট মাসেই ‘আশ্রম’ সিরিজের প্রথম অধ্যায় প্রকাশ্যে এসেছিল। যেখানে মূলত বাবা নিরালার (ববি দেওল) দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষে তার ভালো মানুষের মুখোশ খুলতে শুরু করেছিল। নিজের ভক্ত ‘সত্তি’র সুন্দরী স্ত্রী ববিতাকে নেশায় আচ্ছন্ন করে তাকে ধর্ষণ করছেন মন্টি ওরফে বাবা নিরালা।
এরপরের কাহিনীই তুলে ধরা হয়েছে ‘আশ্রম চ্যাপ্টার-২’তে। ববি দেওল অভিনীত সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসে ২৮ আগস্ট। তার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছিল অনেকে।
ওটটি প্ল্যাটফর্ম এম এক্স প্লেয়ার এবং সিরিজের পরিচালক-প্রযোজক প্রকাশ ঝাকে নোটিশি পাঠিয়েছেন কর্ণি সেনার প্রদেশ সংগঠন মহামন্ত্রী সুরজিৎ সিং। নোটিশে অবিলম্বে নেটদুনিয়া থেকে সিরিজের ট্রেলার সরানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি ওটটি প্ল্যাটফর্ম থেকে গোটা সিরিজটি তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে।
১১ নভেম্বর এমএক্স প্লেয়ারে সিরিজের নতুন চ্যাপ্টার মুক্তি পাওয়ার কথা। ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল, ত্রিধা চৌধুরী, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা, তুষার পাণ্ডে, অদিতি পোহাঙ্কর।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন