হারিস রউফের ভিডিও দেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বোলার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন আলোচনার তুঙ্গে আছেন মায়াঙ্ক যাদব। বাইশ গজে গতির ঝড় তুলে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, শিখর ধাওয়ানের মতো ব্যাটারদের বোকা বানিয়ে দিয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার এবারের আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাতেই তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বীরেন্দ্র শেবাগের মতো সাবেক ক্রিকেটাররা।

 

মায়াঙ্ককে নিয়ে আলোচনা আরো উসকে দিলেন পাকিস্তানের এক সাংবাদিক। ফরিদ খান নামের এই সাংবাদিকের দাবি, মায়াঙ্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে পাকিস্তানি গতি তারকা হারিস রউফের ভিডিও দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে ফরিদ বলেছেন, ‘আমি নিশ্চিত, মায়াঙ্ক যাদব ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন।

আপনি আমার পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ভারত ওকে প্রস্তুত করছে এবং ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। বিসিসিআই ইতিমধ্যে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারিস রউফের স্পেলের ভিডিও দেখাচ্ছে ওকে। পাকিস্তানের সাবেক বোলিং কোচ মরনে মরকেল এখন লখনউতে।

তিনি মায়াঙ্ককে প্রস্তুত করছেন।’

 

এই ভিডিও বার্তার ক্যাপশনে ফরিদ লিখেছেন, বাবর আজম ও সাইম আইয়ুবের বিপরীতে কিভাবে বল করতে হবে, মায়াঙ্ককে দিয়ে সে পরিকল্পনা তৈরি করছেন মরকেল। 

ফরিদের এমন কথা ভালোভাবে নেননি ভারতীয় সমর্থকরা। জশিয়া নামের এক সমর্থক লিখেছেন, ‘বিসিসিআই ইতিমধ্যে ওকে হারিস রউফের ভিডিও দেখিয়েছে। কেন? কিভাবে বল করা যাবে না, সেটা দেখাতে।

’ স্টক মার্কেট প্যারোডি নামের আরেকটি আইডি থেকে লেখা হয়েছে, ‘হারিস রউফটা আবার কে?’ শুভাম সিং নামের আরেক সমর্থক ফরিদ খানের মন্তব্যকে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন