তারকাদের ভক্তের কোনো শেষ নেই। অসংখ্য ভক্তদের মাঝে কিছু ভক্ত থাকে আলাদা। তারা নানাভাবে তারকাদের সঙ্গে জড়িয়ে থাকেন। যারা আসলে তারকাদেরও নজর কাড়েন।
সে রকমই একজন ভক্ত ছিলেন নাজিয়া। তিনি ছিলেন চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা মিমের ভক্ত। তাদের মধ্যে যোগাযোগও হয়েছিল। ভক্ত মিমকে ব্রেসলেটও উপহার দিয়েছিলেন।
সেই ভক্ত গত ১ এপ্রিল সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এতে গভীর শোকাহত নায়িকা।
মিম বলেন, ‘আজকে আমি এমন একটা মানুষের ব্যাপারে কথা বলছি যাকে আমি চিনেছি খুব অল্প সময়ের জন্য। কিন্তু এই অল্প সময়ে উনি আমার খুব কাছের একজন হয়ে গিয়েছিল।
কিন্তু তাকে আরো ভালো করে জানার আগেই তিনি চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে।’
তিনি বলেন, ‘ডক্টর নাজিয়া, আমার এত বছরের ক্যারিয়ারে যদি সত্যিকারের স্পেশাল একজন ভক্ত পেয়ে থাকি, তবে সেটা ছিলেন উনি। আমার এই পর্যন্ত মুক্তি পাওয়া সকল সিনেমার ফার্স্ট শো তিনি দেখতেন! গত বছর অন্তর্জাল যখন মুক্তি পায় তিনি তখন জানতে পরে আমি ওই দিন আসব। আমার অপেক্ষায় উনি সারা দিন ওখানে বসে ছিলেন। আমি যাওয়ার পর আমাকে দেখেই তিনি এত খুশি হয়েছিলেন।
আমাকে তখনই একটা ব্রেসলেট দেন। আমি নিজেই খুব অবাক হই যে আমাকেও কেউ কখনো না জেনে না দেখে এতটা পছন্দ করতে পারে। আমি আজকেও তার দেওয়া সেই ব্রেসলেট পরেছিলাম।’
মৃত্যুর খবর মেনে নিতে কষ্ট হচ্ছে উল্লেখ করে মিম বলেন, ‘আজ কী মনে করে যেন আপুর প্রফাইলে গিয়ে দেখি আপুর কাছের মানুষ লিখছে আপু আর নেই। প্রথমে আসলেই মানতে পারিনি। আপুকে অনেকবার ফোন করলাম এই আশায় যে তিনি ধরে বলবেন সব ঠিক আছে আর আমি ভুল দেখছি। আমার ভুল ভেঙেছে এবং ওটাই সত্যি যেটা মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আপু আর নেই আমাদের মাঝে।’
তিনি বলেন, ‘জীবনটা আসলেই অনেক অনিশ্চিত। কাল রাত থেকে মন খুব খারাপ। নাজিয়ার সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়, কিন্তু যেইটুকু সময় তাকে জেনেছি সেই সময়টুকু খুব সুন্দর কেটেছে। আপুর জন্য সবাই দোয়া করবেন।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন