ছত্তিশগড়ে বিশাল অগ্নিকাণ্ড, পুড়ল ১৫০০ ট্রান্সফর্মার

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রাইপুরের এক বিদ্যুৎ সরবরাহকারী কম্পানিতে শুক্রবার বিশাল অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে প্রায় ছয় হাজার ট্রান্সফর্মার রাখা ছিল। তার মধ্যে এক হাজার ৫০০টিতে আগুন লেগে যায়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের অন্যান্য অংশেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি দেখে কম্পানিটির কর্মীরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রান্সফর্মারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই কম্পানির কাছাকাছি এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

 

গণমাধ্যমটি আরো বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই, কিন্তু যেভাবে ট্রান্সফর্মার বিস্ফোরণ হচ্ছিল তাতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।

 

 

এদিকে কিভাবে এই আগুন লাগল তা স্পষ্ট হয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। কম্পানিটির এক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় কারো গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন