বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন: প্রচার-প্রচারণায় সরব যারা

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রচার-প্রচারণায় সরব রয়েছেন প্রায় এক ডজন প্রার্থী। বিগত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এদুটি পদের জন্য ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্থ রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

 

 

 

দলীয় প্রতীকে নির্বাচন না হলেও, সকল দলের প্রার্থীদের অংশগ্রহনে সব মিলিয়ে ‘বিশ্বনাথ উপজেলা পরিষদ’ নির্বাচন জমঝমাট হওয়ার আভাস রয়েছে নির্বাচনী মাঠে। তাইকো প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক প্রার্থীরা গ্রাম থেকে শহরে সরব প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


দলীয় প্রতীক ছাড়া এবারের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে শুরুর দিকে প্রচার-প্রচারণায় থাকা ‘চেয়ারম্যান’ পদের প্রার্থীদের মধ্যে যেমন কিছু সংখ্যক প্রার্থী সড়ে দাঁড়িয়েছেন, তেমনি আবার নতুন কিছু প্রার্থী প্রচার-প্রচারণার সাথে যুক্ত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আসন্ন ‘বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে’ চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন বিএনপি ঘরণার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে ‘চেয়ারম্যান’ পদের প্রার্থীদের তালিকায় জাতীয় পার্টি, জামায়াত, আঞ্জুমানে আল-ইসলাম’র রাজনীতির সাথে যুক্ত প্রার্থীরা থাকলেও ‘ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে লক্ষ্য করা যায়নি ওই ঘরণার দলগুলোর প্রার্থীদের প্রচার-প্রচারণা। তবে ‘চেয়ারম্যান’ পদে যেমন সব চেয়ে বেশি ৬ জন প্রার্থী রয়েছেন ক্ষমতাশীন দল আওয়ামী লীগের, তেমনি ‘ভাইস চেয়ারম্যান’ পদে ৪ জন ও ‘মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে ৪ জন প্রার্থী রয়েছেন দলটির।


আগামী ৮ই মে নির্বাচন বিশ্বনাথ উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ১৪৯ জন (পুরুষ ৯৪ হাজার ৬৬৪ জন ও নারী ৮৯ হাজার ৪৮৫ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ৫ বছরের জন্য ‘চেয়ারম্যান’ পদের মতো ‘ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদেও নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেই নির্বাচিত ব্যক্তিরা বিশ্বনাথ উপজেলাবাসীকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেবেন নাকি উন্নয়ন বাণিজ্য করে নিজের আখের গুছাবেন, তা অবশ্য জানেন না কোন ভোটারই। তাই এবারের নির্বাচনে অনেক সর্তক অবস্থানে রয়েছেন ভোটাররা, যাতে করে সত্যিকার জনপ্রতিনিধিদেরকে নিজেদের অভিভাবক হিসেবে নির্বাচিত করা যায়।

 


নির্বাচনে ‘উপজেলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ঘরণার তালিকায় রয়েছে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, যুবলীগ নেতা রাজন আহমদ অপু এবং একই পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে বিএনপি ঘরণার তালিকায় রয়েছে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার।


নির্বাচনে ‘উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ঘরণার তালিকায় রয়েছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন চৌধুরী আলী, আওয়ামী লীগ নেত্রী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার আঙ্গুরা বেগম, আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমা বেগম এবং একই পদে প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে বিএনপি ঘরণার তালিকায় রয়েছে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপিন মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন। এছাড়া ওই পদে স্বতন্ত্র প্রার্থীর তালিকায় রয়েছেন পৌর শহরের হাজী আব্দুল জব্বার মার্কেটের পরিচালক আলকাছ আলীর স্ত্রী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হেলেনা ইয়াছমিন ডলি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন