সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় দিন আগে মৃত্যু হয় তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে, এই দুই মৃত্যুর মধ্যে কোনও যোগ রয়েছে।
মৃত্যুর আগে বাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন দিশা। সেই পার্টি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। দিশার মৃত্যুর ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে তিনি আত্মঘাতী হয়েছেন। কিন্তু তদন্তের আগেই কিভাবে বলে দেওয়া হয় তিনি আত্মঘাতী হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত পার্টি করছিলেন দিশা।
আর তারপরেই কেউ কেন আত্মহত্যার পথ বেছে নিতে পারেন, এমন প্রশ্নও উঠছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দিশা তার বন্ধুদের সঙ্গে পার্টিতে যথেষ্ট আনন্দ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, হৃতিক রোশনের ছবি মিশন কাশ্মীর এর একটি গানে নাচছেন দিশা। দিশার বন্ধুদেরও নাচতে দেখা যাচ্ছে।
ওই হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে জানা যাচ্ছে, দিশা তার বন্ধু ও ফিয়ন্সের সঙ্গে সেদিন পার্টি করছিলেন। পার্টিতে মাত্রাতিরিক্ত মদ্যপান করেছিলেন তিনি। আর তার পরে নাকি অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি। মদ্যপ অবস্থায় বলতে থাকেন, ‘কেউ কারও জন্য ভাবিত নয়’।
তখন এক বন্ধু দিশাকে পার্টির মেজাজ নষ্ট করতে না করেন। তখনই দিশা ঘরে ঢুকে তা ভিতর থেকে লক করে দেন। বহুক্ষণ কোনও সাড়া না পেয়ে তাকে ডাকা হয়। তিনি সাড়া না দিলে ফিয়ন্সে ও অন্যান্য বন্ধুরা দরজা ভেঙে ঢোকেন। দেখেন ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছেন দিশা। সঙ্গে সঙ্গে তারা ছুটে নীচে যান। তখনও দিশা জীবিত ছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যেতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: দিশার মৃত্যুর কিছু সময়ের আগের ভিডিও ভাইরাল
মন্তব্যসমূহ (২) কমেন্ট করতে ক্লিক করুন
pHqghUme Reply
2 years ago555
unavaip Reply
2 years agocialis and insomnia Yfpern https://newfasttadalafil.com/ - Cialis Zevyst Type hernias are treated medically with antacids small meals and elevation of the head after meals of cases may require surgery Nissens fundo plication if there is no response to medical therapy or if there is evidence of esophagitis. <a href=https://newfasttadalafil.com/>generic name for cialis</a> https://newfasttadalafil.com/ - viagra vs cialis Zithromax Pet Meds Kcwpyh