রমজানের শেষ সপ্তাহে সিলেটে টুপি-জায়নামাজ-সুগন্ধির দোকানে ভিড়

ঈদুল ফিতরের আর সপ্তাহখানেক বাকি। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে রমজানের শুরু থেকেই চলছে প্রস্তুতি। ঘরের সাজসজ্জা থেকে শুরু করে নতুন পোশাক কিনছেন ক্রেতারা। রমজানের শেষ সপ্তাহে ভিড় বাড়ছে ঈদের জামাতের অন্যতম অনুষঙ্গ আতর, সুরমা, তসবিহ, টুপি ও জায়নামাজের মতো পণ্যের দোকানগুলোতে।

 

 

 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেট, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট ও কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন দোকানগুলোতে গিয়ে দেখা যায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

 

সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিলেটের ঈদবাজার। জুমার নামাজ শেষে ছোট-বড় মার্কেট, বিপণিবিতান এবং ফুটপাতের টুপি, আতর ও তসবির দোকানগুলোতে ভিড় করছেন মুসল্লিরা।

 

 

বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনের টুপি দোকানদার আবুল জানান, নামাজ পড়ে সবাই ঈদের টুপি আগেভাগেই কিনছেন। এই দোকানে ৩০টাকা থেকে ৬০০ টাকা দামের টুপি আছে।

 

 

বন্দরবাজার করিমউল্ল্যাহ মার্কেটের টুপি ও আতর ব্যবসায়ী জব্বার বলেন, এখন ঈদে টুপি এবং আতরের চাহিদা বেশ ভালো। বাজারে টুপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০০শত টাকা, জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৪ হাজার টাকা এবং আতর বিক্রি হচ্ছে ১০০শত থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত। আসরের নামাজের পর ক্রেতার একটু চাপ থাকে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন