গোলের ‘সেঞ্চুরি’র ম্যাচে সিটির নায়ক ডি ব্রুইন

gbn

আগের ম্যাচেই বিশ্রামে ছিলেন কেভিন ডি ব্রুইন। বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরেই বিধ্বংসী রুপে দেখা দিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক তিনি। ম্যানচেস্টার সিটি পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ৪-২ ব্যবধানে।

 

এই জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে সিটিজেনরা। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৭০। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৮, আছে তিনে। আগামীকাল রাতে নিজেদের ম্যাচে আর্সেনাল জিতলে জায়গা হারাবে শিরোপাধারীরা।

৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

 

ক্রিস্টাল প্যালসের মাঠে শুরুতেই গোল হজম করে বসে ম্যানচেস্টার সিটি। তবে শুরুর হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি পেপ গার্দিওলার দলের। আক্রমণে আধিপত্য দেখি আরও তিনবার বল জাল পাঠায় সিটিজেনরা।

 

সেলহার্স্ট পার্কে নড়ে চরে বসার আগেই জন-ফিলিপ মাতেতার গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। তবে ১৩ মিনিটে ডি ব্রুইনের গোল সিটিজেনদের ম্যাচে ফিরিয়ে আনে। এরপর ৪৭ মিনিটে রিকো লুইসের গোল করে এগিয়ে নেন দলকে। গত কয়েক ম্যাচে ছন্দে না থাকা আর্লিং হালান্ড অবশেষে ৬৭ মিনিটে পেয়েছেন জালের দেখা। 

এরপর ৭০ মিনিটে ম্যানসিটির চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করে ক্লাবটির জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন ডি ব্রুইন।

ম্যানসিটির ১৮তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি ছুঁলেন বেলজিয়ান মিডফিল্ডার। ক্লাবটির জার্সিতে ৩৭২ ম্যাচে একশ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬৬টি। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন