ট্রাম্প নাকি বাইডেন, কাকে চান ডোয়াইন জনসন?

ঘনিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর সাত মাস পরেই ভাগ্য নির্ধারণ হবে দেশটির গদির। সমগ্র যুক্তরাষ্ট্র তো বটেই, বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই নির্বাচন। এবারের নির্বাচনে মূল লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে।

ইতিমধ্যে নির্বাচনী প্রচারে নিজেদের দল ভারী করছেন দুজন। সাধারণ মানুষ থেকে তারকা, সবাই এই দুই বিজ্ঞ রাজনীতিবিদের পক্ষে-বিপক্ষে মাঠে নামছেন। এরই মধ্যে ‘রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন জানালেন, তিনি এবার কারো পক্ষেই নেই!

 

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন হলিউড তারকা ডোয়াইন জনসন। ২০২০ সালে বাইডেনের পক্ষ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন অভিনেতা।

তবে এবার ডোয়াইন জনসন জানিয়েছেন, এ বছর তিনি কোনো প্রার্থীর পক্ষ নেবেন না। ২০২০ সালে বাইডেন ও কমলা হ্যারিসের পক্ষ নেওয়া নিয়ে অনুতাপে ভুগছেন তিনি, এমন ইঙ্গিতও দিয়েছেন অভিনেতা।

 

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘সেই সময়ে বাইডেনের পক্ষে কাজ করাটাকে আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। ভেবেছিলাম আমার যে অবস্থান, সেখান থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করার সুযোগ আমার আছে এবং সেই সুযোগটা কাজে লাগানো উচিত।

আমি এই কাজ আর করব না। তখন পৃথিবীর সবচেয়ে বেশি ফলো করা তারকাদের একজন ছিলাম, এখনো আছি। কিন্তু এখন আমি ভিন্নভাবে ভাবছি, তখন ভাবিনি। আমার মনে হয়, সময়টা অনেক অস্থির হয়ে গেছে, সবখানে শান্তি ফিরুক, সেটাই চাই।’

 

ডোয়াইন জনসন আরো বলেন, ‘এই নির্বাচনে আমি কোনো পক্ষ নেব না।

আমার পলিটিকস আমার কাছেই থাক। এটা আমার আর আমার ব্যালট বাক্সের ব্যাপার। তবে আমি বলতে চাই, অন্যদের মতো আমিও সব রাজনীতিবিদকে বিশ্বাস করি না, আমি যুক্তরাষ্ট্রের মানুষদের বিশ্বাস করি। তারা যাকে ভোট দেবে, তিনিই আমার প্রেসিডেন্ট। তাকেই শতভাগ সমর্থন করব।’

 

সাক্ষাৎকারে যখন অভিনেতাকে বর্তমান প্রেসিডেন্টের অবস্থা নিয়ে প্রশ্ন করা হয়, উত্তরে ‘দ্য রক’ তারকা বলেন, তিনি বাইডেনের প্রতি সন্তুষ্ট নন।

ডোয়াইন জনসনকে সামনে দেখা যাবে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ নামক চলচ্চিত্রে। এটি মার্ক কেরে’র বায়োপিক হতে চলেছ। মার্ক কের একজন কিংবদন্তি এমএমএ যোদ্ধা এবং ইউএফসির অগ্রগামী ব্যক্তিত্ব। সিনেমাটি প্রযোজনা করবে এ২৪ স্টুডিও এবং পরিচালনা করবেন বেনি সাফদি যিনি এর আগে ‘আনকাট জেমস’-এর মতো সিনেমার সহ-পরিচালনা করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন