জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক চায়ের দোকানদার চলতি বছরের ৫ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগী শনাক্ত হয়ে ছিলেন। এরপর ৮ মাসে জেলায় আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ১ হাজার ৭৯৯। তার মধ্যে মোট শনাক্তের বেশিরভাগই রোগী সুস্থ হয়ে উঠেছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, বৃহস্পতিবার ৫ নভেম্বর পর্যন্ত জেলায় ১ হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। অন্যদিকে মৃত্যুবরণ করেছেন ২২ জন।
এদিকে সুস্থ হওয়া ১৬৯৩ জনের মধ্যে সদরে ১০৬ জন, রাজনগর ১০৫ জন, কুলাউড়ায় ২৩০ জন, বড়লেখায় ১৪৮ জন, কমলগঞ্জে ১৫৬ জন, শ্রীমঙ্গলে ২০৯ জন, জুড়ীতে ১১০ জন এবং সদর হাসপাতালের ৬২৯ জন রয়েছেন।
আর করোনা সংক্রমিত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন তারমধ্যে রাজনগর উপজেলায় ২ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১জন, কমলগঞ্জে ২জন, শ্রীমঙ্গল ৫জন, জুড়ীতে ২জন এবং সদরে ৯ জন রয়েছেন।
অপরদিকে সিভিল সার্জনের প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এবং একই সময়ে ৬ জন আবার সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন জেলার একজন করোনা রোগী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন