আমার সম্মান আছে, গত বিশ্বকাপে সেই সম্মান পাইনি : মাহমুদ

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে যোগ্য সম্মান পাননি বলে অভিযোগ তুলেছেন। এমনকি বাংলাদেশ জাতীয় দলের আর কোনো দায়িত্বে ফিরতে চান না বলে মন্তব্য করেন মাহমুদ।

আজ মিরপুরে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, ‘আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোনো দায়িত্বে আগ্রহ নেই।

গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তার পরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাই না।

 

সঙ্গে যোগ করেন মাহমুদ, ‘আমি নিজের জীবন নিয়ে থাকতে চাই। আবাহনী, বিপিএলে, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমি এগুলো নিয়ে খুব খুশি আছি। দেশের ক্রিকেটের কোনো উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করব।

কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য না, আমি যেটা বললাম আমি হয়তো ওটা ডিজার্ভ করি না।’

 

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ করেছেন তাঁকে জাতীয় দলের সঙ্গে আবার যুক্ত না করার জন্য, ‘পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলবেন যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর।

পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন