এতদিন শেষ হিসাবটা যেন মেলাতে পারছিল না অ্যাথলেকি বিলবাও। সুপার কাপ ছাড়া শিরোপার স্বাদ ভুলতে বসা দলটি শেষ বার ট্রফি ঘরে তুলেছিল চার দশক আগে, সেই ১৯৮৩-১৯৮৪ মৌসুমে, কোপা দেল রে জিতেছিল বিলবাও। সে মৌসুমে লা লিগারও চ্যাম্পিয়ন হয় ক্লাবটি। এরপর অনেকবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গেলেও কখনো বার্সেলোনা তো আবার কখনো রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাঁদের।
অবশেষে শিরোপা-খরা ঘুঁচেছে বিলবাওয়ের। শনিবার রাতে রিয়াল মায়োর্কাকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে ক্লাবটি।
সেভিয়ার মাঠে ফাইনালে রোমাঞ্চের কমতি ছিল না। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে পেনাল্টিতে শিরোপা ভাগ্য নির্ধারিত হয়।
টাইব্রেকারে চার শটের দুটি মিস করে মায়োর্কা। অন্যদিকে চার শটের সবগুলো জালে জড়িয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে বিলবাও। এটি তাঁদের ২৪তম কোপা দেল রে শিরোপা।
ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকলেও প্রথমে গোল খেয়ে বসে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে ফিরতি বল পেয়ে মায়োর্কাকে এগিয়ে দেন দানি রদ্রিগেস। ৫০ মিনিটে সেই গোল শোধ করেন অ্যাথলেটিকের ওইহান স্যানসিট। এরপর একের পর এক আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি কোনো দল। অতিরিক্ত সময়েও একই পরিণতি। এতে ফল নির্ধারিত হয় টাইব্রেকারে।
যেখানে নায়ক বনে যান বিলবাও গোলকিপার ইউলেন আগিরেসাবালা। মায়োর্কার মানু মোরলেন্সের শট ঠেকিয়ে দেন তিনি। এছাড়া আরেকটি শটে গোলে রাখতে পারেনে দলটি। অন্যদিকে চার শটের সবগুলো জালে পাঠায় বিলবাও।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন