ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি,
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার তেমুখি এলাকা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কের পিক-আপ ভর্তি ৪ শত ৩৯ ক্যারেট আঙ্গুর ফলের চালক-কে অস্ত্রের মুখে জিন্মি করে ছাত্রলীগ পরিচয় দিয়ে ছিনতাইয়ে চাঞ্চল্যকর ঘটনায় সুনামগঞ্জ সিলেট শহর জুড়েই ব্যাপক আলোড়ন সৃুষ্টি হয়েছে।
এ ঘটনার গত শনিবার রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদ পেয়ে সিলেট সুনাসগঞ্জ সড়কে গোবিন্দগঞ্জ এলাকার সিলেট জালালাবাদ থানার এ এসপি কামরুল ইসলাম ও ওসি মিজানুর রহমানের নেতৃত্বে গোবিন্দগঞ্জ ট্রাফিক মতলিবের গোদামে সাড়াশি অভিযান চালানো হয়।
এ সময় তার গোদাম থেকে ছিনতাইকৃত দুই শত ২৭ ক্যারেট আঙ্গুর ফল মালামাল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ টের পেয়ে আড়ৎদার মতলিব গোদাম ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, মতলিব ও সোহেল ও তেমুখি থেকে রাজা নামের এক লোকের কাছ থেকে নিয়ে আসেন গোবিন্দগঞ্জ এলাকার । এসময় চালক ছিল মাহিন তার বাড়ী বিশ্বনাথে থানার লামাকাজী এলাকায়।
এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে জালালাবাদ থানাধীন সিলেট সুনামগঞ্জ সড়কের
তেমুখী এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকৃত ২শত ২৭ ক্যারেট আঙ্গুর উদ্ধার করলে ও ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পিক-আপের চালকরা । এ ঘটনায় ১০/১২ জনকে আসামি করে জালালাবাদ থানায় একখানা লিখিত অভিযোগ দাখিল করেন।
ছাতক থেকে কাচা মালামাল ভর্তি গাড়ি সিলেট সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাড়ি আটকিয়ে ছাত্রলীগ নামধারী সিন্ডিকেট প্রায় সময়ই চালক-কে মারধর করে গাড়ি থেকে দফায় দফায় মালামাল ছিনতাইয়ের একাধিক চাদাবাজির ঘটনা ঘটেছে।
সরকার দলীয় স্থানীয় পর্যায়ের কিছু কতিপয় নেতাকর্মী এ সমস্ত ঘটনায় জড়িত। তবে তাদের শেল্টারদাতা হিসেবে নেপথ্যে রয়েছেন এই দলের কিছু ‘রাঘব বোয়াল’ এমনকি এই তালিকায় বাদ যাননি হাতে গোনা কয়েকজন জনপ্রতিনিধিও।
ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের স্থানীয় পর্যায়ের শ্রমিক নেতাদের অভিযোগ- এরকম ঘটনা আজ নতুন নয়। দিনের আলো শেষে অন্ধকার নেমে আসলেই ছাত্রলীগ পরিচয় দিয়ে একটি সিন্ডিকেট চত্রু সড়কে বসে থাকে।
এব্যাপারে জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান মিজান এঘটনার সত্যতা নিশ্চিত বলেন, তদন্তক্রমে ঘটনার সাথে জড়িত কয়েকজন ছিনতাইকারীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ এবং তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন