মোহাম্মদ সেলিম
আরব আমিরাত প্রতিনিধি
আবুধাবিতে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটি আরব আমিরাতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ এপ্রিল ২০২৪) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার রজনীগন্ধা খান সিআইপি হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বার বার নির্বাচিত সিআইপি, মানবতার সেবক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম সি আই পি খান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিরাত সরকারের এওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিষ্টার আব্দুল আউয়াল, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং জনতা ব্যাংক আরব আমিরাতের সিইও মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার,মঈনউদ্দীন, দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন, কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, বিশিষ্ট কবি ও কলামিস্ট মনির উদ্দিন মান্না, সারোয়ার উদ্দিন, কোম্পানির একাউন্টেট মাওলানা ইমরান হোসেন, মজিবুর রহমান,দিপক চন্দ্র সহ আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ সহ নানা পেশাজীবি বহু প্রবাসী।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি প্রবাসীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে ইফতার মাহফিল পরিনত হয়ে উঠে একখন্ড বাংলাদেশে। এসময় একসঙ্গে বহু রোজাদারদের সঙ্গে বসে ইফতার করার সুযোগ করে দেয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান আগত ব্যক্তিবর্গ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন