বাংলাদেশ সফর দিয়েই অস্ট্রেলিয়া নারী দলের সাদা বলের দুই সংস্করণের দলে ফিরেছিলেন সোফি মলিনিউ। ফেরাটা কী দারুণভাবেই না রাঙান ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই দ্বিতীয় ওয়ানডেতে হন ম্যাচসেরা। টি-টোয়েন্টি সিরিজে তো সিরিজসেরার পুরস্কারই ওঠে তাঁর হাতে।
দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়ে গেলেন হাতেনাতে। অস্ট্রেলিয়া নারী দলের তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন মলিনিউ। গতবারের চুক্তি থেকে এবার নেই শুধু মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার ইতিহাসের সফলতম অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
এবারের চুক্তিতে আছেন মোট ১৭ জন।
সর্বশেষ বাংলাদেশ দিয়ে দলে ফেরা মলিনিউ প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি। দ্বিতীয় ওয়ানডেতে আড়াই বছর পর ফিরেই ১০ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ ওয়ানডেতে নেন আরো ২ উইকেট।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে ভুগিয়েছেন মলিনিউ। ওভারপ্রতি মাত্র ৪.১৬ রান দিয়ে তাঁর শিকার ৬ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক চোটের সঙ্গে লড়াই করেছেন মলিনিউ। সর্বশেষ এসিএল চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যান। দুই বছর আগে হারান বোর্ডের চুক্তিও।
সেই দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে সুসময়ের দেখা পেয়েছেন মলিনিউ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন