ঈদে মুক্তির মিছিলে রয়েছে রোশান অভিনীত ‘মায়া দ্য লাভ’। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির ট্রেলার। তার আগেই একটি গানও প্রকাশিত হয়ে। মুক্তি উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে এবার ‘দিল দিওয়ানা’ নামে আরও একটি গান প্রকাশ হলো।
গতকাল রোববার প্রকাশ হওয়া গানটিতে নাচে ঝড় তুললেন রোশান। তার সঙ্গে কোমর নাচালেন চিত্রনায়িকা শবনম বুবলী। গানটি ব্রাদার্স ফিল্ম অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে।
হাবিবের নান্দনিক কোরিওগ্রাফি আর রোশান-বুবলির আধুনীক নাচে বেশ প্রশংসিত হয়েছে গানটি।
গানের কথা লিখেছেন হৃদয় জাহান। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ।
গানটি নিয়ে রোশান বলেন, ‘মায়া ছবির দুটি প্রকাশ করা হলো। দুটিতেই দারুণ প্রশংসা পেলাম।
গতকাল দিল দিওয়ানা’ নামের যে গান প্রকাশিত হয়েছে তার কমেন্টবক্সে দর্শকদের কমেন্টে দেখেলেই বুঝতে পারবেন তারা কতটা পছন্দ করছেন গানটিকে।
ইউটিউবে গানটির কমেন্টবক্সে গিয়েও প্রশংসা দেখা গেল। সেখানে একজন লিখেছেন- রোশান বুবলী দুজনকে একসাথে অসম্ভব সুন্দর লাগছে। আরেকজন লিখেছেন-এক কথায় পুরাই আগুন, বুবলি, রোশান দুই জন ই ফাটিয়ে দিয়েছে। দারুন হয়েছে রোশান ও বুবলির গানটি।
জসিম উদ্দিন জাকির পরিচালিত ছবিটিতে রোশান-বুবলী ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী,আকলিমা আঁখি প্রমুখ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন