স্থানীয় নির্বাচনে এরদোয়ানের হার কি প্রবাসী তুর্কিদের আশা জাগাচ্ছে?

তুরস্কে গত সপ্তাহে ইস্তাম্বুল, আংকারা, ইজমিরসহ ১৪টি বড় শহরে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দলের বিরুদ্ধে জয় পেয়েছেন বিরোধীরা। এতে বিদেশে পাড়ি দেওয়া অনেক তুর্কি বেশ খুশি। কিন্তু এই নির্বাচনের ফল কি তাদের দেশে ফিরে যেতে উৎসাহিত করবে?

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়ের পর বিরোধীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছিল। গত সপ্তাহের নির্বাচনে জয়ের পর বিরোধী নেতা অজগুর ওজেল সমর্থকদের বলেন, ‘তরুণদের মধ্যে যারা দেশ ছাড়ার জন্য স্যুটকেস গুছিয়েছিলেন তারা এই জয়ের পর আরো একটি নির্বাচনের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

তুরস্কের আধুনিক ইতিহাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশিসংখ্যক মেধাবী দেশ ছেড়ে গেছেন। এদের অনেকে গেছেন জার্মানিতে। তাদের একজন ৩৫ বছর বয়সী ওজগেচান ওজেরেন। তিন বছর ধরে তিনি জার্মানিতে বাস করছেন।

এক জার্মান কম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছেন ওজেরেন। তুরস্কে গত সপ্তাহের নির্বাচনে যে ফল হয়েছে তার জন্য তিনি ২২ বছর ধরে অপেক্ষা করেছেন বলে ডিডাব্লিউকে জানান। তবে ২২ বছরের প্রভাব ঠিক হতে সময় লাগবে বলে মনে করছেন তিনি। তাই শিগগিরই তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই বলে জানান ওজেরেন।

 

৩৫ বছর বয়সী আরেক তুর্কি এসরা ওগুন ফ্রাংকফুর্টের এক বহুজাতিক কম্পানিতে কাজ করেন। ২০১৪ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছেন। গত বছর এরদোয়ানের জয়ের পর জার্মানিতে জার্মান-তুর্কিদের উদযাপন দেখে হতাশ হয়েছিলেন তিনি। গত সপ্তাহের নির্বাচনের ফলে ওগুন কিছুটা আশান্বিত হলেও জার্মানিতে কাজের পরিবেশ তার জন্য অনুকূল হওয়ায় অবসরে যাওয়ার আগে তুরস্কে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই বলে জানান ওগুন। তিনি বলেন, তাঁর কাছে জার্মানি এখন নতুন তুরস্ক হয়ে উঠেছে, কারণ জার্মানিতে তার কয়েক ডজন তুর্কি বন্ধু রয়েছে।

 

সাম্প্রতিক সময়ে তুরস্ক ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাস শুরু করাদের মধ্যে অনেকের তুরস্কে ফিরে যাওয়ার কিছু সম্ভাবনা থাকলেও তুর্কি-আমেনীয় সাংবাদিক হায়কো বাগদাতের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, তাঁর ফেরার জন্য শুধু নির্বাচনের ফল নয়, তার চেয়েও বেশি কিছু লাগবে।

প্রেসিডেন্ট এরদোয়ানকে অবমাননা করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। দেশে গেলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০১৭ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছেন। বার্লিনে এখন তুরস্কের বিরোধী ঘরানার অনেক শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী থাকেন। তাঁদের সঙ্গে বাগদাতের ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, এবারের নির্বাচনের ফলাফলের পর তিনি স্যুটকেস গোছানো শুরু না করলেও আগের যেকোনো নির্বাচনের ফলের চেয়ে এবারের ফল তাঁকে কিছুটা আশান্বিত করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন