আবার শীর্ষে মুস্তাফিজ

আইপিএলে এক ম্যাচ পর ফি্রেই আবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার চূড়ায় উঠেছেন মুস্তাফিজুর রহমান, ফিরে পেয়েছেন ‘বেগুনি ক্যাপ’। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিংয়ে ২ উইকেট তুলে নেন এই পেসার। নাইট রাইডার্স থামে ১৩৭ নামে। চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে সেই ম্যাচ জিতেও নিয়েছে।

 

মোট ৯ উইকেট নিয়ে আবার সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। উজ্জ্বল ছিলেন তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা। ৩ উইকেট করে নেন দুজন।

৯ উইকেটে ১৩৭ রান তোলে চেন্নাই। সর্বোচ্চ ৩৪ রান শ্রেয়াস আইয়ারের। মুস্তাফিজ শেষ ওভারে তাঁকে ফেরান। এরপর মিচেল স্টার্কের উইকেটও তুলে নেন।

শেষ ওভারে মাত্র ২ রান দেন তিনি।

 

পরে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়ার ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৮ বলে ২৮ রান করেন শিভম দুবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন