স্ট্রাইক রেট নিয়ে কথা শুনতে শুনতে বাবর আজম মনে হয় ক্লান্তই হয়ে পড়েছেন! পাকিস্তান ক্রিকেটে গত কয়েক দিন ধরে চলা নাটকীয়তার মাঝে এবার সেই স্ট্রাইক রেট নিয়েই মুখ খুললেন বাবর।
বাবরের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা বিশেষ করে টি-টোয়েন্টিতে। ১০৯ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১২৯.১২। স্ট্রাইক রেট নিয়ে মানুষের সমালোচনায় বিরক্ত বাবর বলেছেন, ‘হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়।
আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা? তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। তারপর বলবে ১৭০। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব একটা ধরন আছে।
আমি নিজেকে অন্য কারো সঙ্গে তুলনা করতে পছন্দ করি না।’
স্ট্রাইক রেট নয়, বরং দলের জয়ের কথা ভাবেন বাবর, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কিভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা আসলে ভিন্ন গল্প।
ইনিংস গড়া আর ম্যাচ জেতানো আলাদা দুটি বিষয়। ম্যাচ জিতলে দুটোই হয়ে যায়। কিভাবে প্রথম ছয় ওভার খেললেন, পরের ওভারগুলোতে কী করলেন, এগুলো একটার পর একটা প্রক্রিয়ার ব্যাপার।’
পরিস্থিতি অনুকূলে থাকলে স্বাধীনভাবে খেলা যায় জানিয়ে বাবর যোগ করেন, ‘আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে।
এখানে পরিস্থিতিটাই আসল। পরিস্হিতি অনুকূলে থাকলে তো আমি স্বাধীনভাবেই খেলব।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন