বাংলাদেশে আসছেন আতিফ আসলাম, জানালেন তারিখ

গত মার্চের শেষ দিকে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বাংলাদেশে আসার কথা জানিয়েছিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। বাংলাদেশে আসতে যাচ্ছেন বললেও ঠিক কবে নাগাদ আসবেন- তা উল্লেখ করেননি আতিফ। তবে এবার সেই তারিখও জানিয়ে দিলেন আতিফ আসলাম।

আগামী ১৯ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রবিবার (৭ এপ্রিল) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক নিজেই। পোস্টে নিজের একটি ছবি শেয়ার করেন গায়ক যেখানে উল্লেখ করা রয়েছে যে তিনি আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করবেন।

 

 

মুহূর্তের মধ্যেই আতিফের এই পোস্ট ঝড় তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আতিফকে বাংলাদেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন তাঁর ভক্তরা, এমন মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্টবক্স।

গায়ককে স্বাগতম জানাচ্ছেন তাঁর বাংলাদেশি অনুরাগীরা।

 

আতিফ আসলাম এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ ১১ বছর পর আবারো ঢাকায় পা রাখতে পারেন বলিউডের জনপ্রিয় গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন