স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব আগামী বুধবারকে (১০ এপ্রিল) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। তাই এই বছর পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে বলেও দেশটি জানিয়েছে।
এর আগে সৌদির সুপ্রিম কোর্ট সারা দেশে বিশ্বস্তদেরকে রমজানের ২৯ তারিখ সোমবার অর্ধচন্দ্র দেখার জন্য আহ্বান জানিয়েছিল।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে, দেশটির সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সোমবার (৮ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের জন্য চার দিনের ছুটি পাবেন।
পাশাপাশি যেহেতু শুক্র ও শনিবার সৌদি আরবের অফিশিয়াল সাপ্তাহিক ছুটির দিন, তাই দেশটির বাসিন্দারা একটানা ছয় দিনের ছুটি উপভোগ করবেন। কর্মীরা আগামী রবিবার (১৪ এপ্রিল) কাজে ফিরবেন।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মীরা ৯ দিনের বিরতি পাবেন। কারণ শনি ও রবিবার তাদের অফিশিয়াল উইকএন্ড।
সোমবার (৮ এপ্রিল) থেকে তাদের সরকারি ছুটি শুরু হবে। সরকারি কর্মীরা ১৪ এপ্রিল রবিবার পর্যন্ত উৎসব উপভোগ করবেন। নিয়মিত কাজের সময় ১৫ এপ্রিল সোমবার থেকে আবার চালু হবে। বেসরকারি খাতের কর্মীদের ঈদের ছুটি সোমবার শুরু হয়ে ঈদের তৃতীয় দিন পর্যন্ত চলবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন