সেতুর অকাল মৃত্যুতে জেএসএফ”র শোক এবং মাগুরা জেলা জাসদ পরিবারের দাবি


জিবি নিউজ ||

জাসদ পরিবারের কন্যা সেতুর অকাল মৃত্যুতে জেএসএফ”র নেতা হাজি আনোয়ার হোসেন লিটন গভীর শোক  প্রকাশ করেছেন,এবং মাগুরা জেলা জাসদ পরিবারের দাবি ,
মাগুরা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান ফিরোজের আদরের বড় মেয়ে সেতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ল বিষয়ে পাশ করে ইঞ্জিনিয়র স্বামীর সাথে সংসার শুরু করেছিল। কিন্ত মাতৃত্বের স্বাদ নেওয়ার আগেই চিকিৎসকদের ভুল সিজারিয়ান অপারেশনের কারণে পৃথিবী থেকে বিদায় নিতে হলো। কিন্ত রেখে গেছে সে এক পুত্র সন্তান।  
৪ এপ্রিল মাগুরার লাইফ লাইন ক্লিনিকের ডাক্তাররা ভুল অপারেশন করে।  পরে তাকে মাগুরা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকাতে রেফার করে। নেওয়া হয় পপুলার হাসপাতালে। ওখানে আইসিইউতে মৃত্যুবরণ করে সেতু। গত ৬ এপ্রিল বাদ জোহর জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। খবর বাপসনিউজ ।
সেতুর মৃত্যুতে পুরো জাসদ পরিবারে শোকের ছায়া নেমে আসে। জানাযায় অংশ নেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম,  সহসভাপতি কবি ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক-গবেষক জাহিদ রহমান, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক নূরুল আমীন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সেতুর অকাল, আকস্মিক মৃত্যুতে মাগুরা জেলা জাসদ পরিবার গভীরভাবে শোকাহত। মাগুরা জেলা জাসদ মনে করে শুধুমাত্র চিকিৎসকদের দায়িত্বহীনতার কারণে জাসদ পরিবারের একটি মূল্যবান ও শত সম্ভাবনাময় একটি জীবন হারিয়ে গেল। এই ঘটনার জন্য যারা দায়ী তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন