মৌসুমের পর মৌসুম চলে যায়, কিন্তু বায়ার্ন মিউনিখের রাজত্বে কেউ হানা দিতে পারছিল না। অবশেষে ১১ মৌসুম পর জার্মান ফুটবল পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বায়ার্নের রাজত্বে হানা দিয়ে প্রথমবার বুন্দেসলিগা শিরোপা জয় থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে আছে বায়ার্ন লেভারকুসেন। রবিবার ঘরের মাঠে ওয়েডারকে হারালেই চ্যাম্পিয়ন উৎসবে মাতোয়ারা হবে জাবি আলনসোর দল।
তার আগে শনিবার যদি দুই ও তিনে থাকা বায়ার্ন এবং স্টুর্টগার্ট পয়েন্ট হারায়, তাহলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।
গত শনিবার ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে বায়ার্ন থেকে লেভারকুসেন এগিয়ে ১৬ পয়েন্টে। এতে ৪১ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রেখেছে আলনসোর দল। এখন শুধু অপেক্ষা প্রথম লিগ শিরোপার।
আলনসো অবশ্য শিষ্যদের শান্ত থাকতেই বলছেন, ‘হ্যাঁ, আমরা দারুণ ফুটবল খেলেই এই পর্যন্ত এসেছি। তবে আমাদের শান্ত থাকা উচিত। আপনি যখন বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থাকবেন, তখন অবশ্য লিগ শিরোপার প্রাপ্য দাবিদার হবেন। পরের ম্যাচেই কাজটা সেরে বাকি টুর্নামেন্টে মনোযোগ দিতে চাই।
’
লিগ ছাড়াও জার্মান কাপ ও ইউরোপা লিগ জয়ের সুযোগ আছে লেভারকুসেনের সামনে। ফাইনালে উঠেছে কাপ টুর্নামেন্টের। আর ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে লড়বে তারা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন