জয়দেব উনাদকাটের শেষ ওভারে পাঞ্জাব কিংসের দরকার ২৯ রান। এই অবস্থায় ম্যাচের পিঠে সমাপ্তি লিখে দিলে খুব বেশি অত্যুক্তি হতো না! কিন্তু আশুতোষ শর্মা আর শশাঙ্ক সিং যেন অন্য কিছু ভেবে রেখেছিলেন।
তিন ওয়াইডসহ উনাদকাটের ওপর ঝড় বইয়ে দিয়ে শেষ ওভার থেকে দুজন তুললেন ২৬ রান। সানরাইজার্স হায়দরাবাদের ফিল্ডারদের পিচ্ছিল হাতের অবদানও আছে তাতে।
রোমাঞ্চ জাগিয়ে তবু হায়দরাবাদ ম্যাচ জিতল দুই রানে।
আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৩ রান করে হায়দরাবাদ। ৬৪ রানে ৪ উইকেট হারালেও হায়দরাবাদকে বড় সংগ্রহ এনে দেন নিতিশ রেড্ডি ও আবদুল সামাদ। নিতিশ ৩৭ বলে ৬৪ রান করেন।
সামাদের ব্যাট থেকে আসে ১২ বলে ২৫ রান।
রান তাড়ায় সুবিধা করতে পারেনি পাঞ্জাব। টপ অর্ডারের দ্রুতই ড্রেসিংরুমে ফিরে যায়। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেননি স্যাম কারেন (২২), সিকান্দার রাজাও (২৮)।
তবে শশাঙ্কের ৪৬ ও আশুতোষের ঝোড়ো ৩৩ রান শেষ ওভারে ম্যাচ জমিয়ে তোলে। মাঝে জিতেশ শর্মা করেন ১৯ রান। শেষ পর্যন্ত অবশ্য কোনোটাই জয়ের জন্য যথেষ্ট হয়নি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন