মাশরাফির নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিকেটারের হুঁশিয়ারি

মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ বলা যায়। তবে সাদা বলের ঘরোয়া ক্রিকেটে এখনো দেখা যায় তাঁকে। একই সঙ্গে গায়ে সেঁটেছেন রাজনীতিবিদের তকমা। দুই মেয়াদের সংসদ সদস্য তিনি।

পাশাপাশি নড়াইল এক্সপ্রেস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান মাশরাশি। এই নাম ভাঙিয়ে প্রতারণা চলায় চটেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

 

অনবদ্য বোলিং নৈপুণ্যের কারণে খেলোয়াড়ি জীবনে ‘নড়াইল এক্সপ্রেস’ তকমা পান মাশরাফি। এ নামেই খুলেছেন একটি সংগঠন।

এদিকে ঢাকা থেকে নড়াইল ও যশোরে যাতায়াত করা একটি বাস কম্পানির নামও নড়াইল এক্সপ্রেস। সেই বাস মালিকরা তাঁদের কাউন্টারে মাশরাফির ছবি টানিয়ে রেখেছেন। ঈদের সময় বেড়ে যায় দূরপাল্লার বেশির ভাগ যানবাহনের ভাড়া। তাতে অনেকেই মনে করছেন, বাসটির ভাড়া বৃদ্ধির পেছনে মাশরাফি জড়িয়ে।

 

 

এমন প্রতারণায় সেই বাস মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাশরাফি। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের সম্মানিত মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

‘পুরো নড়াইল আমার পৈতৃক সম্পত্তি নয় যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন? দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জাস্ট সফট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’ সঙ্গে আরো বলেন মাশরাফি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন