শ্রীকান্তের ট্রেলারে মুগ্ধতা ছড়ালেন রাজকুমার রাও

রাজকুমার রাও মানেই অভিনয়ের এক অনন্য প্রতিভা। একের পর এক ব্যতিক্রমী চলচ্চিত্রে নিজের সেরা দিয়ে ইতোমধ্যে বলিউডের প্রথম সারির নায়কের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। পর্দায় তিনি যা করেন, তাই যেন জমে যায়! এবার এলেন শ্রীকান্ত বোল্লার হয়ে। আর ট্রেলারেই দর্শকদের বুঝিয়ে দিলেন, এই বছরে অন্যতম এক হিট দিতে যাচ্ছেন তিনি।

 

শ্রীকান্ত বোল্লা হলেন একজন ভারতীয় উদ্যোক্তা। ১৯৯২ সালে অন্ধ্রপ্রদেশের মছিলিপট্টনম সীতারামপুর শহরে জন্মেছিলেন শ্রীকান্ত বোল্লা। তিনি জন্মান্ধ হয়েও ছিলেন প্রতিভাধর। সমস্ত প্রতিকূলতাকে জয় করে একদিন হয়ে ওঠেন বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা।

তৈরি করেন এক বিরাট সাম্রাজ্য। তাঁর এই সংস্থা পরিবেশবান্ধব জিনিস উৎপাদন করে থাকে। একই সঙ্গে বিভিন্ন রকমের বিশেষ ভাবে সক্ষম মানুষদের সাহায্য করে থাকে এই সংস্থা।

 

 

এবার সেই শ্রীকান্ত বোল্লার চরিত্রেই পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও।

সিনেমাটির নাম ‘শ্রীকান্ত।’ কিছুদিন আগেই এর ফার্স্টলুক পোস্টার সামনে এসেছিল। অবশেষে মঙ্গলবার (৯ এপ্রিল) প্রকাশ হলো এর ট্রেলার। ট্রেলারের শুরুতে শ্রীকান্ত রূপে রাজকুমারকে একজন ছাত্রের ভূমিকায় দেখা যায়। দৃষ্টিহীন হলেও ছোটবেলা থেকেই নিজের লক্ষ্যে অচল ছিলেন শ্রীকান্ত।

তাঁকে বলতে শোনা যায়, তিনি ভারতের প্রথম দৃষ্টিহীন প্রেসিডেন্ট হতে চান। দেখা যায় দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীকান্ত কলা বিভাগে নয়, বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চান। তবে দৃষ্টিহীন হওয়ার কারণে দেশের শিক্ষা পরিকাঠামো তাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনায় বাধা দেয়। এরপর শিক্ষিকা জ্যোতিকার হাত ধরে তিনি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই শুরু করেন। ট্রেলারে দেখানো হয়, কীভাবে তিনি বিশ্বের শীর্ষ চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শেষপর্যন্ত শ্রীকান্ত স্টার্টআপ শুরু করেন। অন্যান্য দৃষ্টিহীন বিশেষভাবে সক্ষমদের চাকরি দিতে নিজের যুদ্ধ শুরু করেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম উদ্যোক্তা।

 

ট্রেলার দেখেই উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, শ্রীকান্ত বোল্লার চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন রাজকুমারকে রাও।। ট্রেলারে দেখা গেছে নায়িকা আলায়া এফকেও।

‘শ্রীকান্ত’ পরিচালনা করেছেন তুষার হিরানন্দানি। চিত্রনাট্য লিখেছেন জগদীপ সিধু ও সুমিত পুরোহিত। প্রযোজনা করেছে টি-সিরিজ এবং চক এন চিজ ফিল্মস প্রোডাকশন এলএলপি। ১০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন