পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম বিশ্ব ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ সময় তিনি গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহে নিরাপদ করিডর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবি মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বাদশাহ সালমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন দেশটির মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দুসারি।
ঈদের বার্তায় বাদশাহ সালমান মক্কা ও মদিনায় আগত সব ওমরাহযাত্রী এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মীকে শুভেচ্ছা জানান।
সেই সঙ্গে সৌদি আরব ও বিশ্বের সব মুসলিম যেন আনন্দ ও শান্তির সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারে— আল্লাহর কাছে সেই প্রার্থনাও জানান তিনি।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছে আরো প্রায় ৭৫ হাজার জন। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লাখ ফিলিস্তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন