সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গোলাবারুদের মারাত্মক ঘাটতিতে পড়েছে ইউক্রেন। দেশটির জন্য নতুন সহায়তা আটকে দিয়েছেন মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইনপ্রণেতারা। কিন্তু ইউক্রেনকে সহায়তা দিতে মরিয়া বাইডেন প্রশাসন। এর মধ্যেই জব্দ করা কয়েক হাজার ইরানি অস্ত্র ও পাঁচ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র কিয়েভকে যে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, তা ইউক্রেনীয় একটি ব্রিগেডকে সজ্জিত করার জন্য যথেষ্ট। তারা গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে আরো বলেছে, মার্কিন সরকার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে পাঁচ হাজার একে-৪৭, মেশিনগান, স্নাইপার রাইফেল, আরপিজি-৭ এবং পাঁচ লাখ রাউন্ড ৭.৬২ মিলিমিটার গোলাবারুদ হস্তান্তর করেছে। এগুলো ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে।
২০২১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে চারটি ‘রাষ্ট্রবিহীন নৌযান’ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছিল।
সেগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে পাঠাচ্ছিল ইরানের বিপ্লবী গার্ডস। ২০২৩ সালের ১ ডিসেম্বর বিচার বিভাগের দেওয়ানি বাজেয়াপ্ত দাবির মাধ্যমে এসব অস্ত্রের মালিকানা পায় মার্কিন সরকার।
বাইডেন ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা পাঠাতে চেয়েছিল। কিন্তু এ প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটের আহ্বান প্রত্যাখ্যান করেছেন হাউসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।
ফলে প্রস্তাবটি আটকে গেছে। কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র সহায়তা না পাওয়ায় ইউক্রেনীয় বাহিনীর অস্ত্রের সরবরাহ কমে গেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্র জোগান দেওয়ার নতুন পথ খুঁজে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
গত বছরের অক্টোবরের শুরুর দিকেও একইভাবে ইউক্রেনকে ইরানি অস্ত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় প্রায় ১১ লাখ রাউন্ড ৭.৬২ মিলিমিটার গোলাবারুদ সরবরাহ করে ওয়াশিংটন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন