দক্ষিণ কোরিয়ার বিরোধী দল দেশটির সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। হেরে গেছে বর্তমান ক্ষমতাশীন দল পিপলস পাওয়ার পার্টি। বিপরীতে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন জিতে নিয়েছে।
জয়ের পর ডিপিকের নেতা লি জে-মিয়াং বলেছেন, এই বিজয় শুধু ডেমোক্রেটিক পার্টির বিজয় নয়, এটা মানুষের বিজয়।
উভয় পক্ষের রাজনীতিকদের এখন চলমান অর্থনৈতিক সংকট কাটানোর জন্য কাজ করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নে ডেমোক্রেটিক পার্টি সমাধান বের করার কাজে নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় দুই পক্ষের রাজনীতিবিদদেরই সর্বশক্তি প্রয়োগ করে নামতে হবে।’
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন লি।
তিনিই এখন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। বর্তমান প্রেসিডেন্ট ইউন একাধিক বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বয়স্ক মানুষদের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসকদের চলমান ধর্মঘট অন্যতম। নির্বাচনে পরাজয়ের পর ইউলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হান ডা-সু ও ক্ষমতাসীন দলের নেতা হ্যান ডন-হুং পদত্যাগ করেছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন