ক্রিকেট মাঠে গৌতম গম্ভীর আর বিরাট কোহলির বৈরিতা নতুন কিছু নয়। খেলোয়াড়ি জীবনে তো জড়িয়েছেনই, গম্ভীরের ক্যারিয়ার শেষেও আইপিএলের ম্যাচে বাদানুবাদে জড়াতে দেখা গেছে দুজনকে।
তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে বিরতির সময় আলিঙ্গন করেন দুজন।
তখন ব্যাটিং করছিলেন কোহলি। ম্যাচের বিরতিতে মাঠে ঢোকেন কলকাতার মেন্টর গম্ভীর। গম্ভীরই এগিয়ে এসে কোহলির দিকে হাত বাড়িয়ে দেন। এরপর দুজন আলিঙ্গন করেন।
দুজনের আলিঙ্গন গত কিছুদিন বেশ ধরে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ভক্তদের মধ্যে এই ঘটনা বেশ চাউর হয়েছে। এবার ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন কোহলি নিজেই। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছু মানুষ আমার আচরণে খুব হতাশ।
নাভিন উল হকের সঙ্গে আলিঙ্গন করলাম, ওই দিন গৌতি ভাই (গৌতম গম্ভীর) এসে আমাকে জড়িয়ে ধরলেন। মানুষ বিদ্রূপ করার জন্য মসলা পেল না। আমরা আর বাচ্চা নই।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন