একঝাঁক তারকায় প্রকাশ হলো সঞ্জয়ের ‘হীরামাণ্ডি’র ট্রেলার

বলিউডের অন্যতম গুণী পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এই পরিচালকের ঝুলিতে রয়েছে একের পর এক হিট চলচ্চিত্র। দীর্ঘ ক্যারিয়ারে বহু প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে বানিয়েছেন এমন সব চলচ্চিত্র যা সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছে ক্লাসিক তকমা। প্রেম, বিরহ, ঐতিহাসিক প্রেক্ষাপটে দুর্দান্ত সব চলচ্চিত্র উপহার দিয়েছেন সঞ্জয়।

এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলেন এই নির্মাতা। বানসালির প্রথম ওয়েব সিরিজ নিয়ে দর্শকের আগ্রহও কম নয়। অবশেষে অপেক্ষার পালা শেষ। প্রকাশ্যে এলো বানসালির পরিচালিত এবং বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’র ট্রেলার।

 

বলিউডের একঝাঁক সুন্দরীকে নিয়ে ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সাজিয়েছেন বানসালি। সিরিজের পোস্টার, টিজার আগেই প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ হলো ট্রেলার। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে বেশ বাজিমাৎ করলেন পরিচালক।

 

 

স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই উঠে এসেছে বানসালির এই নতুন সিরিজে। এর পাশাপাশি রয়েছে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম। যাতে পতিতাপল্লির নারীদেরও অবদান রয়েছে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে তাঁরাও জোর কণ্ঠে বলেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’

এর আগে ‘হীরামাণ্ডি’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রজেক্ট।

অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনও কমতি রাখতে চান না।

 

সিরিজটিতে বলিউডের ছয় সুন্দরীকে একফ্রেমে হাজির করেছেন সঞ্জয়। মল্লিকাজানের চরিত্রে মনীষা কৈরালা, ফারিদানের চরিত্রে সোনাক্ষি সিনহা, বিব্বোজানের চরিত্রে অদিতি রাও হায়দরি, লাজ্জোর ভূমিকায় রিচা চাড্ডা, ওয়াহিদা হয়েছেন সানজিদা শেখ আর আলমজেব হিসেবে দেখা যাচ্ছে বানসালির ভাগ্নী শারমিন সেগলকে। এছাড়াও সিরিজের বড় চমক ফারদিন খান ও ফরিদা জালাল। বহুদিন বাদে ক্যামেরার সামনে পাওয়া গেল দুই অভিনেতাকে। আরো রয়েছেন শেখর সুমন, অধ্যয়ন সুমন, তাহা শাহ বাদুশা, জেশন শাহ, ঈন্দ্রেশ মালিক ও শ্রুতি শর্মা। আগামী ১ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন