ক্যান্সার আক্রান্ত সহশিল্পীর চিকিৎসায় ২ লাখ টাকা দিলেন ফারহান

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ফারহান কেবল অভিনয় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত। সহকর্মী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জায়গা করে নিয়েছেন অসংখ্য মানুষের মনে। ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ হিসেবে মিডিয়া জগতে পরিচিত তিনি।

তার প্রমাণ পাওয়া গেল আরো একবার।

 

ছোট পর্দার পরিচিত মুখ আফরোজা হোসেন দুই বছর ধরে জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত। শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাঁকে ভারতে নেওয়া হয়েছে।

এরই মধ্যে ভারতের চিকিৎসক জানান তাঁর ক্যান্সার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না আফরোজা। তাঁর কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও তাঁর চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিল এই অভিনেত্রীর পরিবার। এমন অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন ফারহান।

সহকর্মীর আফরোজার চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছেন দুই লাখ টাকা।

 

বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, ‘ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজা আপার অসুস্থতার কথা কিছুটা বলি তাঁকে। এরপর তিনি রীতিমতো আগেবপ্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করলেন মিঠু আপা কত টাকা শর্ট পড়েছে? আমি তাঁকে বলি সম্ভবত দুই লাখ রুপি।

এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে দুই লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম। আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছেন। ফারহান এবং তাঁর পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন। আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক।’

 

উল্লেখ্য, এর আগে মুশফিক আর ফারহান তাঁর ম্যানেজার কাম সহকারী রওশন আলম রায়হানের মৃত্যুর পর তাঁর দিশাহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তিনি তাঁর প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিচ্ছেন। পাশাপাশি তিনি ছোট পর্দার জ্যেষ্ঠ অভিনেতা আলাউদ্দিন লালের চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন। এ ছাড়াও আড়ালে তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অভিনেতা হিসেবে খ্যাতি পেয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন