পাকিস্তান সফরের আগে কিউইদের বড় ধাক্কা

কয়েক দিন পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ কিউইদের।

তবে ১৮ এপ্রিল সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। এই সফর থেকে ছিটকে গেছেন অ্যাডাম মিলনে ও ফিন অ্যালেন।

ফাস্ট বোলার মিলনের চোট গোড়ালিতে ও ওপেনার অ্যালেন পিঠের চোটে পড়েছেন। 

 

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে নিউজিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগ নেই আইপিএলের ব্যস্ততায়। নিয়মিতদের মধ্যে অন্যতম দুজনকে হারানো বড় ধাক্কাই কিউইদের জন্য।

এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ দুজনকে পর্যবেক্ষণে রাখা হবে।

এরপর তাঁদের ফেরার প্রক্রিয়া কত দিন হতে পারে সেটি বোঝা যাবে। 

 

অ্যালেনের জায়গায় দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলকে। ফাস্ট বোলার মিলনের জায়গা নিয়েছেন অলরাউন্ডার জ্যাক ফোলকস। ২১ বছর বয়সী জ্যাকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন