কত আয় করল ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’?

ঈদ মানেই বলিউডপ্রেমীদের কাছে সালমান খানের সিনেমা। প্রতিবছর ঈদে দর্শকদের জন্য সালমান নিয়ে আসেন একের পর এক ধামাকা। তবে এ বছর এর ব্যতিক্রম দেখা গেল। এবার ঈদ মাতাচ্ছে অক্ষয়ের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

ঈদের সিনেমাপ্রেমীদের জন্য এ বছর অক্ষয়ই ভরসা। দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। আর মুক্তির পর বক্স অফিসেও ভালো শুরু করেছে।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাকশন-প্যাকড সিনেমাটি ভারতে মুক্তির প্রথম দিনে ১৫.৬৫ কোটি রুপি আয় করেছে।

বিশ্বব্যাপী ৩১ কোটির মতো আয় তুলেছে এটি। গত বছর ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারতে সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ১৩.৫০ কোটি রুপি। তাই প্রথম দিনের আয়ের নিরিখে এক বছরের ব্যবধানে ভাইজানের সিনেমাকে পেছনে ফেলে এগিয়ে গেল অক্ষয়-টাইগারের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’।

 

তবে বক্স অফিসে ভালো শুরু করলেও দর্শক-সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। বলিউডের দুই অ্যাকশন হিরো যখন স্ক্রিন শেয়ার করছেন তখন ধুন্ধুমার অ্যাকশন তো থাকবেই। তবে চলচ্চিত্র সমালোচকদের মতে, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র অ্যাকশন দৃশ্য এতটাই জোরাল হয়েছে যে সিনেমার গল্পের ছন্দও হারিয়ে গেছে। মেশিনগান, ট্যাংক, ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রের আড়ম্বরে অসম্পূর্ণ রয়ে গেছে সিনেমার প্রেক্ষাপট। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়েও অসন্তুষ্ট অনেকে।

 

দুই-তিন বছর ধরেই বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে। ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পান্ডে’, ‘রাম সেতু’র মতো সিনেমাগুলো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। একই অবস্থা টাইগার শ্রফেরও। ‘হিরোপান্থি ২’, ‘গণপত’-এর মতো সিনেমা বক্স অফিসে ব্যর্থ। এবার একসঙ্গে জুটি বেঁধে কিছুটা হলেও খরা কাটিয়ে বক্স অফিসে আশার আলো দেখতে পেল অক্ষয়-টাইগারের ঈদ রিলিজ ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’। 

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আরো রয়েছেন মানুষী চিল্লার, আলায়া এফ, সোনাক্ষী সিনহা, জুগাল হাসরাজ প্রমুখ।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন