৭ নং চাঁদনীঘাট ইউনিয়নে কমিউনিটি পুলিশ সহায়ক সমন্বয় কমিটি ঘোষণা

রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি ||

শনিবার ৭ নভেম্বর সন্ধ্যা সাত ঘটিকার সময় পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে মৌলভীবাজার সদর থানার আয়োজনে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সর্বোস্থরের জনগণের নিরাপত্তার স্বার্থে ইউনিয়ন কনফারেন্স হল রুমে কমিউনিটি পুলিশ সহায়ক সমন্বয় কমিটির সাথে চুরি-ডাকাতি ও মাদক নির্মূল প্রতিরোধে কঠোর পাহাড়ার জন্য ইউনিয়নের প্রতিনিধি, শিক্ষক,এলাকার মায়-মুরব্বিয়ান ও যুবসমাজের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আখতার উদ্দিন আহমেদ এর পরিচালনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার এস আই আবু সায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড এর মেম্বার আহমদ আলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের যুবসমাজ ও মুরব্বিয়ান গন। উক্ত আলোচনা সভা শেষে ইউনিয়নের সবার উপস্হিতিতে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নে আখতার উদ্দিন আহমদকে প্রধান সমন্বয়ক রেখে ২৬ জন বিশিষ্ট কমিউনিটি পুলিশ সহায়ক সমন্বয় কমিটি ঘোষণা দেওয়া হয় এবং প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে কমিটি ঘটনের সিদ্ধান্ত নেয়া হয়। নিচে ইউনিয়ন কমিটির ২৬ জনের নাম প্রকাশ করা হল ১/মোঃ-লিপন মিয়া (মেম্বার), ১নং ওয়ার্ড মমরুজপুর,সমন্বয়ক। ২/মোঃ-মুয়াজ্জেম হুসেন,সমন্বয়ক,১নং ওয়ার্ড মমরুজপুর। ৩/জুয়েল আহমেদ,১নং ওয়ার্ড মমরুজপুর,সদস্য। ৪/হোসাইন আহমদ,১নং ওয়ার্ড আশিয়া, সদস্য। ৫/মোঃ-শওকত মিয়া,সমন্বায়ক, মেম্বার ২নং ওয়ার্ড বালিকান্দি। ৬/রেনু মিয়া,সদস্য,২নং ওয়ার্ড,বালাকান্দি। ৭/জাবেদ মিয়া,সদস্য ২নং ওয়ার্ড, বালিকান্দি। ৮/সায়েদ আলী মেম্বার,সমন্বায়ক,৩নং ওয়ার্ড,বালিয়ারবাগ। ৯/হায়দার আলী খান,সদস্য,৩নং ওয়ার্ড সাবিয়া। ১০/রুবেল আহমদ,সদস্য,৩নং ওয়ার্ড চাঁদনীঘাট। ১১/ফরহাদ হোসেন, সদস্য, ৩নং ওয়ার্ড ইসলামপুর। ১২/গোবিন্দ মল্লিক,সদস্য, ৪নং বর্ষিজোড়া। ১৩/আখলিছ মিয়া,সদস্য, ৫নং ওয়ার্ড বর্ষিজোড়া। ১৪/সাহেদ আহমদ,সদস্য, ৫নং ওয়ার্ড বর্ষিজোড়া। ১৫/শেখ আব্দুস সামাদ মোন্না সদস্য, ৫নং পাহাড় বর্ষিজোড়া। ১৬/সৈয়দ হাসান আলী,সদস্য, ৬ নং ওয়ার্ড, পাহাড় বর্ষিজোড়া। ১৭/রাজা মিয়া,সদস্য,৬ নং ওয়ার্ড শিমুলতলা। ১৮/মোঃ সেলিম মিয়া,সদস্য,৬ নং ওয়ার্ড শিমুল তলা। ১৯/মির্জা মোহন বেগ, সদস্য,৭নং মাতারকাপন। ২০/মোবিন মিয়া মেম্বার,সমন্বয়ক, ৮ নং দিগল গাজী। ২১/আলমগীর আলম,সদস্য,পশ্চিম দিগলগাজী। ২২/মোঃ ফরুক মিয়া, সদস্য, ৮ নং ওয়ার্ড গজিমড়া। ২৩/মো: সেজু মিয়া,সদস্য,৯ নং ওয়ার্ড শ্যামের কোনা। ২৪/মো: নজরুল ইসলাম, সদস্য, ৯ নং ওয়ার্ড শ্যামের কোনা। ২৫/ ফজলুর রহমান ফজলু,সদস্য, ৯নং ওয়ার্ড শ্যামের কোনা। ২৬/মো: শামিম আহমদ, বাশতলা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন