বুন্দেসলিগার শিরোপার জন্য আর একটি জয়ের অপেক্ষা করতেই হচ্ছে বায়ার লেভারকুসেনকে। আজ কোলনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ হেরে গেলে সেই উৎসব করতে পারত তারা আজই। তবে লিগে আগের দুই ম্যাচে হারা বায়ার্ন এদিন ২-০ গোলের জয় নিয়ে অপেক্ষা বাড়িয়েছে লেভারকুসেনের।
গোলশূন্য প্রথমার্ধের পর পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গ্যারেরোর লক্ষ্যভেদে এগিয়ে যায় বায়ার্ন।
শেষদিকে জয়ের ব্যবধান বাড়িয়েছেন থমাস মুলার। লিগ শিরোপা প্রায় হাতছাড়া হয়ে যাওয়ায় টমাস টুখেলের মূল মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগে। গত সপ্তাহে আর্সেনালের মাঠে প্রথম লেগ ড্র করে ফেরায় ঘরের মাঠে জিতে এখন সেমিফাইনালে উঠতে চায় বাভারিয়ানরা। সেটি মাথায় রেখেই আজ দল নামিয়েছিলেন বায়ার্ন কোচ।
কোলনের বিপক্ষে সেই জয়ের আত্মবিশ্বাসই সঙ্গী করেছে তারা, আর পিছিয়ে দিয়েছে লেভারকুসেনের প্রথম বুন্দেসলিগা জয়ের উৎসব।
আগামীকাল ঘরের মাঠে ওয়ের্ডার ব্রেমেনকে হারিয়েই অবশ্য সেই উৎসবে মাততে পারে জাবি আলনসোর দল। বুন্দেসলিগায় ২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট তাদের। ২৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৬৩।
অর্থাৎ লেভারকুসেন আর এক ম্যাচ জিতে গেলে বায়ার্ন পরের সব ম্যাচ জিতেও ছুঁতে পারবেনা তাদের।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন