তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছক্কার রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং আইরি। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে কাতারের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি প্রিমিয়ার কাপের এক ম্যাচে ২০তম ওভারে কাতারের বোলার কামরান খানের ছয় বলে ছয়টি ছয় হাঁকান আইরি। তাতে কাতারের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে নেপাল।
রেকর্ড গড়ার দিনে ২১ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আইরি। ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৭টি ছয়ে। নেপালের এই ব্যাটারের নামের পাশে আরও একাধিক কীর্তি রয়েছে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে ফিফটি করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন আইরি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা প্রথম দেখা যায় ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের যুবরাজ সিংয়ের পর এই কীর্তির দেখা মেলে দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সালে। কাইরন পোলার্ড সেবার গড়েছিলেন এক ওভারে ছয় ছক্কার রেকর্ড।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন