পাকিস্তানের শাওয়াল তহসিলের মান্দোকাই গ্রামে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ছাড়া বিস্ফোরণে আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি সূত্রে বলা হয়েছে, ওই এলাকায় একটি ভলিবল টুর্নামেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
সূত্রটি জানায়, এদিন বিকেলে মান্দোকাই গ্রামে কয়েকজন যুবক ও শিশু ভলিবল ম্যাচ দেখতে যাচ্ছিল। পাহাড়ি পথে না গিয়ে তারা একটি শর্টকাট পথ ধরে যাওয়া শুরু করে। পথে এক শিশু অজ্ঞাত দুর্বৃত্তদের বসানো ল্যান্ডমাইনে পা রাখলে বড় ধরনের এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন- নকিবুল্লাহ, নূর মোহাম্মদ ও ফখরুদ্দিন। আহত ব্যক্তির নাম হাকিমুল্লাহ।
আহত শিশুকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন