বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টা ২০২৪-২০২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী নির্বাচন করেছে

এডমন্টন, এপ্রিল ১৪, ২০২৪: গত সন্ধ্যায় উদ্দীপনা ও ঐক্যের আহ্বান নিয়ে একটি অনুষ্ঠানে, বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টা (BHESA)'র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সাইফুর হাসানের সভাপতিত্বে, সভায় ২০২৪-২০২৬ বছরের জন্য কার্যনির্বাহী নির্বাচন করা হয়, উপস্থিতদের কাছ থেকে করতালির সাথে একে স্বাগত জানানো হয়।

 

নব-নির্বাচিত নির্বাহীরা নিম্নরূপ:

 

সভাপতি- সাইফুর হাসান

সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ: আনেকা স্বাতী প্রভা

সাধারণ সম্পাদক- মশিউর রহমান

যুগ্ম সাধারণ সম্পাদক : নুসরাত জাবিন জেরিন

সদস্য যোগাযোগ ও সাংগঠনিক বিষয়: রায়হানা রাসমিন

পদাধিকারবলে/অনারারী সদস্য: আহসান উল্লাহ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের সম্মানিত নির্বাহী পরিচালক ও বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  দেলোয়ার জাহিদ। তার ভাষণে, তিনি বিদেশে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের তাৎপর্য উপর জোর দেন, আমাদের পরিচয়ের সাথে একটি গুরুত্বপূর্ণ সংযোগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে এর ভূমিকার ওপর জোর দেন।

 

জাহিদ বাংলাদেশের প্রতি অভিন্ন ভালোবাসা পোষণকারী বিভিন্ন পটভূমির ব্যক্তিদের স্বাগত জানানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন। তিনি আমাদের সম্প্রদায়ের মধ্যে এবং তার বাইরেও সাংস্কৃতিক সচেতনতা, শিক্ষা, এবং উপলব্ধি প্রচার করে এমন ইভেন্ট এবং উদ্যোগগুলোকে  সংগঠিত করার গুরুত্বের উপর জোর দেন।

 

বৈঠকে মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ কে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা বোর্ডে তার সাথে যোগ দিয়েছেন আহসান উল্লাহ রনি, মির্জা বশির এবং সাদিক হুদা, সাইফুর হাসান বোর্ডের পদাধিকারবলে সদস্য নিযুক্ত হয়েছেন।

 

জাহিদ যোগ করেন,  আমরা যখন বিদেশে ভূমিতে জীবনের জটিলতা গুলো  নেভিগেট করি, তখন সম্প্রদায়কে আমাদের শিকড়ের সাথে সংযুক্ত থাকার গুরুত্ব মনে রাখার  আহ্বান জানান। তিনি সকলকে তাদের বাংলাদেশী ঐতিহ্যকে গর্বের সাথে আলিঙ্গন করার এবং বিশ্বব্যাপী আমাদের সংস্কৃতি, শক্তি এবং ঐক্যের আলোকবর্তিকা হিসেবে কাজ করে এমন সংগঠন  গঠনে একসাথে কাজ করার আহ্বান জানান।

 

ইভেন্টটি আশাবাদী ও ঐক্যের সাথে সমাপ্ত হয়, উপস্থিতরা আলবার্টা এবং এর বাইরেও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সাইফুর হাসান সভা সমাপ্ত করেন ।

 

মিডিয়া অনুসন্ধানের জন্য, অনুগ্রহ করে [email protected] এ রায়হানা রাসমিনের সাথে যোগাযোগ করুন

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন