ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম এবারের সংসদ নির্বাচনের পর থেকে আবারও গানে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন। এবারের ঈদেরও বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বরাবরের মতো তিনি এবারও ঈদের চাঁদ রাতে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে লাইভ অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে মমতাজ এবারর ঈদ উপলক্ষে কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ‘তেজপাতা’ শিরোনামের একটি গান গেয়েছেন। ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।
এদিকে মমতাজ বেগম এ গানটি নিয়ে উচ্ছ্বসিত হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। এতে মমতাজ লেখেন, “বাংলাদেশের সর্ববৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস থেকে প্রকাশিত, তাপসের কথা, সুর, সংগীত ও ভিডিও নির্দেশনায় নির্মিত ‘তেজপাতা’ এখন বিশ্বের অন্যতম সম্মানজনক নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে!’
বিজ্ঞাপন
মমতাজ আরও লেখেন, ‘আমার কণ্ঠে গাওয়া বাংলা গানের এই রকম বিশ্বমানের প্রচারণা নিসন্দেহে আমার এবং আমাদের জন্য ভীষণ গর্বের। বাংলা গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে আমাদের এ পথচলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা আমাদের শক্তি। আমরা চিরকৃতজ্ঞ।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন