মৌলভীবাজার প্রতিনিধি \
বাংলা নতুন বছর ১৪৩১ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে বের হয়ে সিকান্দর আলী সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমান। শোভাযাত্রায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে জেলা শিল্পকলা একাডেমি ভবন অডিটরিয়ামে বর্ষবরণ ১৪৩১ এর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন