‘আদম’ সিনেমার পরিচালক হিরণ মারা গেছেন

‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ (৩৭) মারা গেছেন। আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রমনার ইস্কাটন রোডের বাসা থেকে দরজার লক ভেঙে আবু তাওহীদ হিরণ নামের এক চলচ্চিত্র পরিচালকের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদুরী শিবপুর গ্রামের সোহরাব হোসেন ও সুফিয়া বেগমে ছেলে।

তিনি একাই রমনার ৩০, নিউ ইস্কাটন রোডের চতুর্থ তলা একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তাঁর মিডিয়া হাউস রয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘আজ সোমবার আবু তাওহীদ হিরণের নিউ ইস্কাটন রোডের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’

ওই বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘আবু তাওহীদ সকাল আনুমানিক ৬টার দিকে ওই বাড়ির দারোয়ানকে ফোন করে বলেন, তিনি স্ট্রোক করেছেন।

তিনি তাঁকে রুমে আসতে বলেন। দারোয়ান গিয়ে দরজায় নক করলেও ভেতর থেকে দরজা খোলা হচ্ছিল না। পরে তাঁরা বাহির থেকে লোক এনে দরজার লক খুলে ভেতরে প্রবেশ দেখতে পান, তিনি উলঙ্গ অবস্থায় নিচে পড়ে আছেন। আমরা গিয়ে দেখতে পাই তিনি উপুড় অবস্থায় পড়ে আছেন।

প্রসাব-পায়খানা শরীরে লেগে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

 

মৃতের মিডিয়া হাউসের ক্রিয়েটিভ পরিচালক ওমর ফারুক নয়ন বলেন, “আমরা সংবাদ শুনে ওই বাসায় গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই। তাওহীদ ভাই ভালো মানুষ ছিলেন। ‘আদম’ নামে তাঁর একটি ছবি মুক্তি পেয়েছে।

‘রং রোড’ নামে আরেকটি ছবির কাজ শেষে হয়েছে। বর্তমানে সেটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে।”

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন