ভাইজানের ভিডিও বার্তা

এবারের বাংলা নতুন বছরের প্রথমদিনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে শোবিজে। ১৪ এপ্রিল সকালে বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে গোলাগুলির ঘটনা ঘটে।

জানা গেছে, দুই অজ্ঞাত ব্যক্তি এ গুলি চালায়। এ নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। ঘটনার পর প্রথমবার ভিডিও প্রকাশ করলেন ভাইজান। তবে এ ভিডিও বার্তা তার বাড়ির সামনের গোলাগুলি সম্পর্কিত নয়।

 

সালমানের ফিটনেস সংক্রান্ত যন্ত্রপাতি কোথায় পাওয়া যাবে তা নিয়ে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। নিজের ফিটনেস ব্র্যান্ডকে প্রচার করতেই ইনস্টাগ্রাম ভিডিও করেন সালমান। যদিও সেখানে নিজেদের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন ভাইজানের ভক্তরা।

ভাইজানের ভিডিও বার্তা

 

এক ভক্ত লিখেছেন, ‘ইয়ে হ্যায় হামারে ভাইজান, ইনকো তুম আপনি ছোটি-মোটি হরকতও সে ডরা নেহি সকতে। জো তুমারে লিয়ে টপ হ্যায় ও ভাইজান কা বাস ওয়ার্মআপ হ্যায়।’

যদিও হামলার পর আজ (১৫ এপ্রিল সকালে ভাইজানের বাবা সেলিম খান প্রতিদিনের মতোই প্রাতর্ভ্রমণে বেড়িয়েছিলেন। খুনের হুমকির পর থেকে বহুদিন ধরেই বুলেট প্রুফ গাড়ি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই বাইক আরোহি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

 

 

এ ঘটনার পর সালমানের সঙ্গে দেখা করতে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে বিজেপি নেতা বাবা সিদ্দিকী, এমএনএস প্রধান রাজ ঠাকরে, সালমানের ভাই আরবাজ খান ও সোহেল খান, তার ভাগ্নে আরহান খান এবং ঘনিষ্ঠ বন্ধু রাহুল কানাল। আর এই আবহেই নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’র প্রচারে নামলেন সালমান খান।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন