সিলেটে ভাই-ভাতিজার হাতে একজন নিহত, আটক ৩

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটের কানাইঘাট উপজেলার লোহাজুরী গ্রামে আপন ভাই-ভাতিজার হাতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাইসহ ৩ জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।

নিহত নজরুল ইসলাম নজু (৫০) স্থানীয় এরালীগুল গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

 

আটকরা হলেন- নিহতের ভাই নুরুল ইসলাম (৬০) ও মিকিরপাড়া গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার ভাই শাহীন আহমদ (৩২)।

নিহতের ছেলের বরাতে কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, পাওনা টাকা নিয়ে তার বাবার সাথে চাচা নুরুল ইসলাম ও চাচাতো ভাই আলা উদ্দিনের সাথে বেশ কয়েকদিন বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাবা নজরুল ইসলাম নজু তার ভাতিজা আলা উদ্দিনের কাছে পাওনা ১০ হাজার টাকা চাইলে আলা উদ্দিন তাকে তার বাড়িতে যেতে বলে। রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম নজু আলা উদ্দিনের বাড়িতে গেলে সেখানে তাকে আটক রাখে। একপর্যায়ে বড় ভাই নুরুল ইসলাম, ভাতিজা আলা উদ্দিন ও তাদের সহযোগিরা ধারালো অস্ত্র নিয়ে নজরুল ইসলাম নজুর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে মৃত ভেবে লোহাজুরী মিকিরপাড়া রাস্তার কুটন মিয়ার বাড়ির পাশে নজরুলকে ফেলে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা নজরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিহতের ভাইসহ তিনজনকে আটক করে।

এ ঘটনায় নিহত নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হুসেন বাদী হয়ে শনিবার ১৪ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন