বিশ্বকাপ ভাবনায় নেই তামিম-মুশফিক, আবার আছেনও

পরবর্তী বিশ্বকাপের বাকি দেড় মাসের কম সময়। জুনে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে বসবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। যদিও টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, তবে এই সংস্করণে দলের বর্তমান পরিস্থিতি আর এই দুই ক্রিকেটারের ফর্ম বিবেচনায় তাঁদের ফেরানো হবে কি না এমন প্রশ্ন উঠেছে।

অবসর ভাঙিয়ে বিশ্বকাপে তামিম-মুশফিককে ফেরানোর ভাবনা নেই বলে জানিয়েছেন, বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে দলের প্রয়োজনে যেকোনো সময় যে কাউকে ডাকতে প্রস্তুত তিনি। 

 

আজ গুলশানে একটি প্রতিষ্ঠানের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে দায়িত্ব নিয়ে নাজমুল বলেন, 'এ মুহূর্তে এ ধরনের (ফেরানোর) কোনো চিন্তাভাবনা করছি না। কারণ, বিশ্বকাপের খুব বেশি দিন নেই। দল মোটামুটি থিতু আছে।

আমি যতটুকু বিশ্বাস করি, গত কয়েকদিন ধরে তামিম ভাই ঘরোয়া ক্রিকেট খেলছেন, ফিটনেসেরও ইস্যু আছে। এরকম চিন্তা করছি না। তবে দলের প্রয়োজনে যেকোনো সময় যে কাউকে ডাকতে প্রস্তুত।'

 

তামিম টি-টোয়েন্টিতে অবসর নেওয়ার পাশাপাশি অন্য দুই ফরম্যাট থেকে দীর্ঘদিন নিজেকে গুটিয়ে রেখেছেন।

গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে মিরপুরে তামিমের সঙ্গে আলোচনা করতে দেখা যায় নাজমুলকে। সেখানে ওয়ানডে আর টেস্টে তামিমকে ফেরানোর ব্যাপারে কথা হয়েছে কিনা জানতে চাইলে নাজমুল বললেন, 'ক্রিকেট নিয়ে টুকটাক কথা হয়েছে। এ মুহূর্তে আপনাদের পরিস্কার করে বলা মুশকিল। কারণ, একটু সময়ের ব্যাপার। উনিও একটু সময় নিতে চেয়েছেন।

যেহেতু ডিপিএলও চলছে। আমারও চিন্তাভাবনার প্রয়োজন আছে। এমনিতে কোন অবস্থায় আছেন, কী ভাবছেন এ বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে।' 

 

নাজমুলের চাওয়া তামিমকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর। তবে তামিমের চাওয়াকেই প্রধান্য দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমি তো চাইবই, ফিট থাকলে যেকোনো ফরম্যাটে আসলে খুশি হবো। আমি না, প্রত্যেক মানুষ প্রত্যেক খেলোয়াড়ই খুশি হবে। এটা তো চাওয়া। তবে সবার আগে উনাকে চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে আমার ইচ্ছা বা চাহিদা নিয়ে টুকটাক আলোচনা হয়েছে।'

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন