অ্যাতেলতিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলে হেরে আসা বরুশিয়া ডর্টমুন্ড ঘরের মাঠে দেখাল চমক। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ ৪-২ গোলে জিতে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। তাতে দুই লেগ মিলিয়ে জার্মান ক্লাবটির জয় ৫-৪ ব্যবধানে। ২০১৩ সালের পর আবারও এই প্রতিযোগিতার শেষ চারের লড়াইয়ে নাম লেখাল ডর্টমুন্ড।
মঙ্গলবার রাতে পিছিয়ে থেকে সিগনাল ইদুনা পার্কে খেলতে নামা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩৪ মিনিটে এগিয়ে নেন জুলিয়ান ব্রান্ডট। তাতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে ডর্টমুন্ড। ম্যাট হামেলসের বাড়ানো পেয়ে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ব্রান্ডট।
পাঁচ মিনিট পরেই ডর্টমুন্ডকে এগিয়ে নেন ইয়ান মাতসেন।
তার গোলও এসেছে কোনাকুনি শটে। এবারও আটকাতে পারেননি অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। তবে মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটেই মধ্যে গোল পেয়ে যায় অ্যাতলেতিকো। আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে আসে দিয়েগো সিমিওনের দল।
ম্যাট হামেলস বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠান। এরপর ৬৪ মিনিটে আনহেল কোরেরার গোল এগিয়ে দেয় অ্যাতলেতিকোকে।
কিন্তু তখনো যে বাকি ছিল নাটকীয়তার। চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ৭১ মিনিটে নিকোলা ফুলক্রুগ এবং ৭৪ মিনিটে সাবিতজার জাল খুঁজে নিলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় জার্মান ক্লাবটির।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন