বাটলারের সেঞ্চুরিতে রেকর্ড রান তাড়া করে জিতল রাজস্থান

সুনিল নারাইনের ক্যারিয়ার সেরা ১০৯ রানের ইনিংসে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে জশ বাটলারের অনবদ্য সেঞ্চুরির সামনে ম্লান যেকোনো ধরণের ক্রিকেটে নারাইনের প্রথম সেঞ্চুরি।

বাটলারের সেঞ্চুরির সৌজন্যে কলকাতার দেওয়া ২২৪ রানের লক্ষ্য দুই উইকেট হাতে রেখে তাড়া করেছে রাজস্থান রয়্যালস। আর তাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে রাজস্থান।

 

 

বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজস্থান। তবে একপ্রান্তে একাই লড়েছেন বাটলার। বরুণ চক্রবর্তীর শেষ ওভারে ৯ রানের হিসেব মিলিয়ে রাজস্থানকে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। 

শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত ছিলেন বাটলার।

তাঁর ৬০ বলের ইনিংসটি সাজানো ৯ চার ও ৬ ছক্কায়। এছাড়া রিয়ান পরাগ ৩৪ ও রভম্যান পাওয়েল ২৬ রান করেছেন। এর আগে কলকাতার ইনিংস নারাইনময়। ৫৬ বলে ১৩ চার ও ৬ ছক্কায় দলকে বড় সংগ্রহ এনে দিয়েও জয়ী দলে থাকা হয়নি।

বল হাতেও চার ওভারো মাত্র ৩০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নারাইন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন