ট্রাম্পকে রাগ কমানোর পরামর্শ দিয়ে পাল্টা জবাব গ্রেটার

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সুইডিশ পরিবেশকর্মী ১৭ বছর বয়সি গ্রেটা থুনবার্গকে উপহাস করে গত বছর টুইট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাকে রাগ কমানোর পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। এক বছর পরে এসে ট্রাম্পের সেই কথাই ট্রাম্পকে ফিরিয়ে দিয়েছেন গ্রেটা।

ট্রাম্পের ‘স্টপ দ্য কাউন্ট' টুইটার শেয়ার করে তিনি তাকে স্থির থাকার পরামর্শ দিয়েছেন৷ গত বছর ডিসেম্বরে থুনবার্গের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছিলেন, ‘গ্রেটাকে অবশ্যই তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর বন্ধুর সাথে ভালো পুরনো ফ্যাশন মুভি দেখতে যেতে যাবে! চিল গ্রেটা, চিল!’ খবর ডয়চে ভেলে।

 

ভোট গণনা নিয়ে উত্তেজিত হয়ে ট্রাম্প বৃহস্পতিবার 'স্টপ দ্য কাউন্ট' লিখে একটি টুইট করেন৷ সেটি শেয়ার করে থুনবার্গ লিখেছেন, ‘হাস্যকর, ডোনাল্ডকে অবশ্যই তার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর বন্ধুর সাথে ভালো পুরনো ফ্যাশন মুভি দেখতে যেতে যাবে! চিল ডোনাল্ড, চিল!’

গ্রেটার এই টুইটটি এখন পর্যন্ত ১৭ লাখের বেশি লাইক করা হয়েছে৷ আর রিটুইট হয়েছে প্রায় সাড়ে চার লাখ বার। পরিবেশকর্মী গ্রেটা টুনব্যার্গ ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন