আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন মোরশেদ আলী খান সুমন। শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর বাংলাদেশ থেকে আরেকজন আম্পায়ারের নাম প্রস্তাব করতে হতো বিসিবিকে। এই জায়গায় সাবেক বাঁহাতি পেসার মোরশেদ আলি খানের নাম আইসিসিতে পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সব ঠিক থাকলে গাজি সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ হিসেবে জায়গা পেতে যাচ্ছেন মোরশেদ।
ঘরের মাঠে আগামী ৩মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের আগেই তিনি আইসিসির তালিকাভুক্ত হতে পারেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি যেহেতু টি-টোয়েন্টি, নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা করবেন স্থানীয় আম্পায়াররাই। যেখানে সব সময় প্রাধান্য থাকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ারদের। তবে এই সিরিজে ওই প্যানেলে থাকা গাজী সোহেল থাকছেন না।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করতে তিনি আছেন সংযুক্ত আরব আমিরাতে। তবে মাসুদুর রহমান ও তানভীরের আহমেদের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে শরফুদৌল্লাকে। এলিট প্যানেলে যুক্ত হওয়ায় এটাই হতে যাচ্ছে ঘরের মাঠে তাঁর শেষ সিরিজ।
আইসিসির প্যানেল আম্পায়ার না হলেও এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন মোরশেদ।
চলমান এসিসি মেন্স প্রিমিয়ার কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত ১২ এপ্রিল কুয়েত এবং আরব আমিরাত ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন ৫১ বছর বয়সী মোরশেদ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন মোরশেদ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন