বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আইপিএলে আছেন মুস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারতেন শরিফুল ইসলামও। এই বাঁহাতি পেসার প্রস্তাব পেয়েছিলেন আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টাস থেকে।
শরিফুলকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল লক্ষ্ণৌ।
তবে বিসিবি তাঁকে এক মাসের মতো ছুটি দিতে রাজি হয়েছিল। যেমনটা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য মুস্তাফিজ পেয়েছেন। সব মিলিয়ে তাই আর আইপিএল খেলা হয়নি শরিফুলের।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শরিফুল আজ সাংবাদিকদের জানিয়েছেন, 'লক্ষ্ণৌ থেকে এসএমএস দিয়েছিল।
তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি দেওয়া হয়েছিল।'
বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সামনে সুযোগ আসবে বলে বিশ্বাস শরিফুলের, 'ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাআল্লাহ একদিন খেলব আইপিএল।
যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।'
আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানালেন শরিফুল, 'অবশ্যই তার সঙ্গে প্রায় দিনই কথা হয়। সে কল দেয়, আমিও কল দিই। উনি বলে যে ওখানে চাপ কম, তার জন্য হয়তোবা বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন